করিমগঞ্জের কাঁঠালতলিতে ২০ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত, ধৃত এক

বাজারিছড়া, ১২ এপ্রিল : পাচারের মুখে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ করিমগঞ্জ জেলার বাজারিছড়ার কাঁঠালতলি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় কুড়ি লক্ষ টাকার শুকনো গাঁজা। সঙ্গে আটক করা হয়েছে অটো চালককে।
জানা গেছে, এএস ১০ এসি ৮২১৩ নম্বরের একটি অটো রিকশায় করে শুকনো গাঁজা বোঝাই করে এক দল পাচারকারী কাঁঠালতলির মাড়ুগাঁও থেকে পাথারকান্দি যাওয়ার মতলবে ছিল। গাড়িটি কাঁঠালতলি পুলিশের নাকা চেকিঙে পৌঁছলে দলবল নিয়ে তাকে আটক করার চেষ্টা করেন ওয়াচ পোস্টের ইনচার্জ আশিস মহন্ত। তখন চালক অটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।
পুলিশ পিছু ধাওয়া করে চালক সহ গাঁজা বোঝাই অটো রিকশাটিকে আটক করে। কিন্তু সুযোগ বুঝে অটোর আরোহী গাঁজা পাচারে জড়িত অন্যরা পালিয়ে গেছে। ধৃত চালকের নাম রুহেল আহমেদ। বাবার নাম আব্দুল খালিক। বাড়ি পাথারকান্দির চাঁদখিরায়। গাঁজাগুলি ত্রিপুরার চুড়াইবাড়ি থেকে সংগ্রহ করা হয়েছি বলে পুলিশের ধারণা।