Barak Valley

করিমগঞ্জের পাথারকান্দিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত চার

পাথারকান্দি, ২১ এপ্রিল : দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বৃহত্তর এলাকায় শুক্রবার সকালে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বন্ধ হয়ে গেছে বিদ্যুত্‍ সরবরাহ । শিলা বৃষ্টি ও প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষেত ।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশঝাড় ভে‌ঙ্গে গৃহ চাপা প‌ড়ে মধুরবন্দের চেরাগাঁও‌য়ে জনৈক আ‌মির উ‌দ্দিন না‌মের এক ব‌্যক্তির সাত বছ‌রের এক দেব শিশুর প্রাণহানি ঘটেছে । এতে আ‌হত হ‌য়ে‌ছে আরও তিন শিশু ।আহতরা বর্তমা‌নে পাথারকা‌ন্দি হাসপাতালে চি‌কিত্‍সাধীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।

কাল‌বৈশাখীর তান্ড‌বে বুরুঙ্গা ডেঙ্গারবন্দ হা‌তি‌খিরা বাঘন কলক‌লিঘাট চাঁন্দ‌খিরা লোয়াইর‌পোয়া বা‌লি‌পিপলা ফ‌রিদ‌কোনা-‌দোহা‌লিয়া ঝের‌ঝে‌রি এলাকায় ব‌্যাপক ক্ষ‌তি হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে ডেঙ্গারবন্দ পঞ্চায়েতের সাধূকু‌টি গ্রা‌মে প্রায় চ‌ল্লিশ‌টি বসতগৃহ ভূপা‌তিত হবার খবর পাওয়া গে‌ছে ।

Show More

Related Articles

Back to top button