National

ধর্ষণে সাজা বহাল বিধায়কের

গুয়াহাটি, সংবাদ সংস্থা : মেঘালয়ের প্রাক্তন বিধায়ক জুলিয়াস ডরফাংয়ের ২৫ বছরের কারাদন্ডের রায় বহাল রাখল মেঘালয় হাই কোর্ট৷ ২০১৭ সালে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অপরাধে গ্রেফতার হন ডরফাং৷ ২০২০ সালে স্বাস্থ্যজনিত কারণে তাঁকে জামিন দিয়েছিল হাইকোর্ট৷ পকসো আদালত ডরফাংকে দোষী সাব্যস্ত করে ২০২১ সালের আগস্টে রায়দানের পরে তাঁকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়৷

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ডরফাংয়ের কারাবাস বহাল রাখার পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেন নির্যাতিতা নাবালিকাকে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ৩ মাসের মধ্যে দিতে হবে৷

হাইকোর্ট রাজ্য সরকারকে আরও নির্দেশ দিয়েছে, ওই নাবালিকাকে আগামী ২০ বছর সরকারি গ্রেড ২ অফিসারের সমান মর্যাদায় সমস্ত পরিষেবা বিনামূল্যে দিতে হবে এবং সে যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে৷

HNLC জঙ্গি সংগঠনের নেতা ছিলেন ডরফাং৷ ২০০৭ সালে তিনি আত্মসমর্পণ করেন৷ ২০১৩ সালে দর্শন মাওহাটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন৷ এই মামলায় নির্যাতিতা কিশোরী ডরফাংয়েরই তৈরি সামাজিক সংগঠনের স্কুলের ছাত্রী ছিল৷

Show More

Related Articles

Back to top button