Barak Valley

করিমগঞ্জ জেলায়ও ‘ভাষা গৌরব সপ্তাহ’ উদযাপন শুরু

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায়ও ‘ভাষা গৌরব সপ্তাহ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান ৩ অক্টোবর, রবিবার বিকাল ৩টায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়৷ করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী, করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি, অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন৷

প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভাও হয়৷ এতে প্রধান বক্তা হিসেবে আবি’র অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী মাতৃভাষা ও ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের জন্য বাংলা ভাষার দায়িত্ব আরও বাড়ল বলে জানান৷ তিনি শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চায় গুরুত্ব আরোপ করেন৷ উদ্বোধনী ভাষণ দেন রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত৷ রাজ্য সরকারের পাঠানো দুটি প্রস্তাব এবং ভারতের প্রধানমন্ত্রীকে মোদিকে পাঠানোর জন্য একটি কৃতজ্ঞতা পত্র এই গৌরবময় অনুষ্ঠানে পাঠ করেন ড. বিশ্বজিৎ ভট্টাচার্য৷ এতে বাংলা ভাষা সহ প্রতিটি মাতৃভাষার চর্চা সম্পর্কে গুরুত্ব আরোপ করে সারগর্ভ আলোচনা করেন ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি৷

অনুষ্ঠানে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বাংলা ও অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সহ ভাষবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান৷ আলোচনায় অংশগ্রহণ করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বাংলা ও অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সহ ভাষবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান৷ তিনি প্রতিটি মাতৃ ভাষা অর্থাৎ মায়ের ভাষার প্রতি সম্মান জানানো সবার কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন৷ বলেন, দেশের ও রাজ্যের উন্নয়নের সঙ্গে প্রতিটি ভাষার উন্নয়ন হবে, তাই সবধরনের সংকীর্ণতার উর্ধে উঠে প্রতিটি ভাষার প্রতি সম্মান জানানো আমাদের একান্ত আবশ্যক৷ ‘ভাষা গৌরব সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন বিভাগের প্রধান এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

এদিনের অনুষ্ঠান পরিচালনা করার পাশাপাশি ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সুস্মিতা ভট্টাচার্য৷ ভাষা গৌরব সপ্তাহ পালন আয়োজনে সহযোগিতা করেন প্রেস ক্লাব সম্পাদক অরূপ রায়৷

Show More

Related Articles

Back to top button