করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে ‘রোজগার প্রশিক্ষণ’ শিবির অনুষ্ঠিত

করিমগঞ্জ, ১২ এপ্রিল : ভারতীয় জনতা যুবমোর্চা অসম প্রদেশের নির্দেশে করিমগঞ্জ জেলা যুব মোর্চার উদ্যোগে ভারতীয় জনতা পার্টির ৪৪-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘সামাজিক ন্যায় সপ্তাহ’ কার্যসূচির অন্তর্গত আজ ‘রোজগার প্রশিক্ষণ’ শিবির করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কার্যসূচিতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডিআইসি সহকারী অধ্যক্ষ পরমানন্দ নাথ, নিতুচন্দ্র দাস (এএসআরএলএম), ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার ডা. আব্দুর রহিম, মত্স্য বিভাগের করিমগঞ্জের জেলা আধিকারিক পিনাকপাণি আচার্য, ইন্সপেক্টর বিজিতকান্তি দাস, ডিস্ট্রিট সহকারী ভেটেরিনারি অফিসার ডা. জাহানবি দোলে প্রমুখ।
করিমগঞ্জ জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাসের পৌরোহিত্য অনুষ্ঠিত কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এএসটিসির অধ্যক্ষ মিশনরঞ্জন দাস, প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সদস্য অমরেশ রায়, তফশিলি জাতি উন্নয়ন পরিষদের অধ্যক্ষ কৃষ্ণ দাস, জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক, জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি অমিত পাল, প্রদেশ যুব মোর্চার কার্যনির্বাহী সদস্য পিনাকপাণি দাস ও যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তাবৃন্দ।