করিমগঞ্জ বনবিভাগের হাতে সেগুন কাঠ সহ জব্দ চোরাই মেশিন

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত পাথারকান্দিতে বন দফতরের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে চেরাই কাঠ বোঝাই দুটি মিনি ট্রাক এবং অবৈধ কাঠচেরাই কল।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে করিমগঞ্জ বন দফতরের এসিএফ সামস উদ্দিন লস্করের নেতৃত্বে পাথারকান্দি রেঞ্জ ফরেস্ট অফিসের কর্মীরা কাঁঠালতলি এলাকায় ওৎ পেতে বসেন।
এক সময় ত্রিপুরা থেকে একটি চেরাই সেগুন কাঠ বোঝাই ডিআই মিনিট্রাক পাথারকান্দির দিকে আসছিল। গাড়িটিকে দাঁড় করাতে সিগন্যাল দেন অভিযানকারী বন কর্মীরা। অবস্থা বেগতিক দেখে গাড়িটি সড়কের পাশে রেখে অন্ধকারে গা ঢাকা দিয়েছে চালক। বন কর্মীরা গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে প্রায় ১০০ সিএফটি চেরাই ফাইল জাতীয় সেগুন কাঠ বাজেয়াপ্ত করেন। বাজেয়াপ্তকৃত কাঠগুলির কালোবাজারি মূল্য অনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে।
এদিকে আজ বুধবার দুপুরের দিকে এসিএফ সামস উদ্দিন লস্কর দলবল নিয়ে আসিমগঞ্জ এলাকায় তালাশি চালাচ্ছিলেন। সে সময় একটি মিনিট্রাকে করে কিছু লগ অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে দেখে গাড়িটির পিছু ধাওয়া করেন তিনি। গাড়িটি আসিমগঞ্জ সংলগ্ন কানাইবাজারের এক বাড়িতে প্রবেশ করে। বন কর্মীদের নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে এসিএফ-এর চোখ ছানাবড়া। দেখেন ওই বাড়িতে রয়েছে একটি বিশাল কাঠ চেরাইয়ের অবৈধ মেশিন। পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বনজ কাঠ। এসিএফ সামস উদ্দিন লস্করের বুঝতে অসুবিধা হয়নি, এখানে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বনজ কাঠ চেরাইয়ের কাজ চলছে। তিনি কাঠ বোঝাই মিনিট্রাক সহ অবৈধ সো মিলের যন্ত্রাংশ খুলে রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
তিনি জানান, পৃথক পৃথক তিনটি ঘটনার পরিপ্রক্ষিতে ফরেস্ট অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হবে।