করিমগঞ্জ ব্রজেন্দ্র রোড বাইলেনের সড়কের কাজের শিলান্যাস

করিমগঞ্জ : বিজেপি প্রথম থেকেই যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিচ্ছে৷ মঙ্গলবার শহরের ১০ নং ওয়ার্ডের ব্রজেন্দ্র রোড বাইলেনের সড়কের কাজের শিলান্যাস করে এমন মন্তব্য করেন বিজেপি নেতা মিশনরঞ্জন দাস৷ সঙ্গে শহরবাসীকে জমা জল থেকে মুক্তি দিতে পৌরসভা নিরলস কাজ করে যাচ্ছে মন্তব্য করেন পৌরপতি রবীন্দ্র দেব৷
মোট ৭ লক্ষ টাকা ব্যায়ে ব্রজেন্দ্র রোড বাইলেনের কাজ শুরু হতে চলেছে৷ মঙ্গলবার কাজের শিলান্যাস করেন মিশনবাবু৷ যোগাযোগ ব্যবস্থার ওপর আলোকপাত করে তিনি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছিলেন ৷ তাঁর আমলে শুরু হওয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে এগিয়ে নিয়ে চলছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
যোগাযোগ সহ নিকাশি ব্যবস্থার ওপর কাজ করছে পৌরসভা৷ শহরের প্রতিটি অলিগলিতে নালা সাফাইয়ের কাজ হয়েছে৷ বিজেপি পরিচালিত পৌর বোর্ড শহরবাসীর সুবিধার্থে কাজ করে চলেছে মন্তব্য করেন রবীন্দ্র দেব৷ উপস্থিত ছিলেন উপ-পৌরপতি সুখেন্দু দাস, ১০ নং ওয়ার্ডের পৌর কমিশনার পূজা দাস সহ অন্যরা৷