করিমগঞ্জ রাধামদন মোহন জিউ মন্দিরের প্রধান পুরোহিতকে সংবর্ধনা, শয়নকক্ষের উদ্বোধন

করিমগঞ্জ : করিমগঞ্জ শ্রীশ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শয়নকক্ষ উদ্বোধন সহ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়৷ মন্দিরের প্রধান পুরোহিত নারায়ণ গোস্বামীকে কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়৷ উল্লেখনীয় যে, নারায়ণ গোস্বামী প্রায় ৪০ বছর থেকে মদন মোহনের সেবাকার্যে নিয়োজিত ছিলেন৷ বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে সেবাকার্য পরিচালনা করা সম্ভব না হওয়ায় নতুন পূজারী নিয়োগ করা হয়৷
অন্যদিকে, দীর্ঘদিন শ্রীমন্দিরের সেবাকার্য সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য নারায়ণ গোস্বামীকে সংবর্ধনা দেওয়া হয়৷

এছাড়াও শ্রীমন্দিরে শয়নকক্ষ নির্মাণে তিনি সাহায্য করেন, প্রয়াত নিত্য গোপাল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে পুত্র শুভম চৌধুরী এবং রাধা মদন মোহন জিউর শিব মন্দির নির্মাণে যারা সাহায্য করেন তাঁদের মধ্যে অমিত সরকার, অরুণ সরকার ও রাজু সরকারের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করেন মন্দির কমিটির সভাপতি শ্যামল রায় ও সম্পাদক গৌতম দাস৷
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা জগদীশ বণিক, সুভাষ চন্দ্র দাস, কমল দাস, শ্যামল রায়, গৌতম দাস৷