Barak Valley
কাছাড়ের ধলাইয়ে উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী

ধলাই, ২৬ এপ্রিল : কাছাড় জেলার ধলাই থেকে ফের উদ্ধার হয়েছে বিরল প্রজাতির বন্য প্রাণী। ধলাই থানাধীন পুটিখাল গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামের এলপি স্কুলের পাশ থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির স্লো-লরিস।
স্থানীয় খবর পাঠান হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসে। খবর পেয়ে ছুটে যান জনৈক বনকর্মী। প্রাণীটিকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয় হয়েছে বলে বন বিভাগ থেকে জানা গেছে।
প্রসঙ্গত ধলাই থানা এলাকা থেকে এই প্রথম কোনও বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হয়নি। এর আগে বিরল প্রজাতির বানর, রাম ছাগল সহ বিভিন্ন বন্য প্রাণী উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিয়েছে পুলিশ।
বুধবার ফের একবার বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হওয়ার ঘটনায় অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।