কাছাড় সীমান্তে এসপির নেতৃত্বে রোড মার্চ

শিলচর : মণিপুরে হিংসাত্মক ঘটনার সুযোগ নিয়ে যাতে কোনও দুষ্কৃতী কাছাড়ে কোনও কুঠারাঘাত সংঘটিত না করতে পারে তার জন্য কড়া সতর্কতা নিয়েছে কাছাড় পুলিশ৷ সীমান্ত সহ তার আশপাশ এলাকায় চলছে কড়া টহলদারি৷ যদিও মণিপুর থেকে তেমন যানবাহন আসা যাওয়া করছে না৷ যে কয়েকটি যানবাহন আসছে সেগুলো জিরিঘাটে তন্নতন্ন করে তল্লাশির পর ছাড়া হচ্ছে৷ শনিবার বিকেলে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা বিশাল কনভয় নিয়ে কাছাড় ও মণিপুর সীমান্ত এলাকায় রোড মার্চ করেন৷ এই রোড মার্চে বাহিনী নিয়ে খোদ ছিলেন অসম রাইফেলসের কর্ণেল নিলেশ কুমার৷ এছাড়া জেলার ২ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, কুল্যাণ দাস, লক্ষীপুরের SDPO দীনেশ কুমার৷ প্রায় ৩ ঘন্টা ব্যাপী সীমান্ত এলাকায় চলে এই রোড মার্চ৷ পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, কোনওভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ হতে দেবেন না৷ কেউ যদি চেষ্টা চালায় তাকে রেহাই দেওয়া হবে না৷ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷