কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গানকে ‘বিকৃত’ করে সমালোচনার মুখে এ আর রহমান

শিলচর পিএনসি বিশিষ্ট সঙ্গীত পরিচালক এ আর রহমান একটি চলচ্চিত্রে বাংলা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি দেশাত্মবোধক গান কে আধুনিক গান হিসেবে ব্যবহার করায় এই সঙ্গীত পরিচালক সমালোচনার মুখে পড়েছেন।
সামাজিক সংগঠন ড এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভলপমেনট ফোরামের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের কাছে ইমেইল পাঠিয়ে নজরুল ইসলামের” কারার এই লৌহ কপাট ভেঙে কর কররে লোপাট ” বিকৃত করে চিত্রায়ন করায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন কাজী নজরুল ইসলামের এই প্রসিদ্ধ দেশাত্মবোধক গানটিকে বিকৃত করে আধুনিক গানে পরিনত করা হয়েছে । অথচ এই গান ভারত এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল। ফলে দেশে ও বিদেশে নজরুল অনুরাগীদের মনে আঘাত লেগেছে। কাজেই এই গানটি বাজার থেকে উঠিয়ে নেবার দাবি জানিয়েছেন।
তিনি ইমেইল যোগে বিষয়টি ফিল্ম সেন্সর বোর্ডের নজরেও এনেছেন।