Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জ রবীন্দ্রসদন কলেজে স্বাস্থ্য শিবির

করিমগঞ্জ : করিমগঞ্জ রবীন্দ্রসদন কলেজের ACTA Women Cell, NCC Unit ও চরৈবেতি সংস্থার উদ্যোগে পল্লীমঙ্গল হাইস্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বুধবার৷ শিবিরে ৩০ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ কলকাতার স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. অরুণ রায় মহিলাদের স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন৷ ডা. রায় বলেন, মহিলাদের দৈনন্দিন রুটিন সঠিকভাবে তৈরি করতে হবে৷

আয়োজকদের তরফে জানানো হয়েছে – প্রতিবছর ৮ মার্চ সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়৷ এ বছর নির্দিষ্ট দিনে নারী দিবস পালন করা সম্ভব হয়নি৷ যার ফলে ১৫ মার্চ নারী দিবস উদযাপন করা হয়৷

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. অরুণ রায়, ACTA Women Cell-র করিমগঞ্জ ও হাইলাকান্দি জোনের সহ-সম্পাদিকা ড. মেমচাতুন সিংহ এবং রবীন্দ্রসদন কলেজের ACTA Women Cell-র convenor ড. তাপসী সিনহা, অধ্যাপক কৃষ্ণেন্দু মালাকার, পল্লীমঙ্গল স্কুলের প্রধান শিক্ষক দীকঙ্কর দেব চরৈবেতি সংস্থার পঞ্চমী দেব সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button