কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাফ সহ আটক ২

ডিজিটাল ডেস্ক : অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টে কর্মরত আসাম পুলিশের হাতে আটক এক কোটি টাকা মূল্যের নেশা জাতীয় কফ সিরাফ। একই সাথে আটক করা হয়েছে নেশা জাতীয় কফ সিরাপ পাচারের কাজে ব্যবহুত গাড়ি সহ গাড়ির চালক ও সহচালককে।
জানা যায় মঙ্গলবার WB-47-2103 নাম্বারের একটি ১২ চাকার লরি অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের সামনে আসার পর আসাম পুলিশ সন্দেহ জনক গাড়িটিকে আটক করে।
গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ১৯৩ কার্টুনে ৯ হাজার ৭০০ বোতল নেশা জাতিয় কফ সিরাফ। যার কালোবাজারী মুল্য প্রায় এক কোটি টাকা হবে। আটক করা হয়েছে গাড়ি চালক সঞ্জয় রায় ও সহচালক সদানন্দ রায়কে। তাদের উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গের কোতোয়ালি থানা এলাকায়। আসামের বাজারিছড়া থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করবে আসাম পুলিশ।