গুয়াহাটিতে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক নীহাররঞ্জন দেবনাথ

করিমগঞ্জ : গুয়াহাটিতে আন্তর্জাতিক সাহিত্য সভায় রাজকীয় সংবর্ধনা পেলেন করিমগঞ্জের কবি তথা সাংবাদিক নীহাররঞ্জন দেবনাথ৷ রবিবার গুয়াহাটি মহানগর লাগোয়া মেঘালয়ের University of Science & Technology-র অডিটোরিয়াম হলে নদী ও নারী আন্তর্জাতিক সাহিত্য সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাহিত্য সভা৷ এদিন সকাল ১০টায় এই সভা শুরু হয়৷ চলে সন্ধ্যা অবধি৷ বহু ভাষা-কৃষ্টির মিলন ভূমিতে পরিণত হয় এদিনের সাহিত্য সভা৷ অনুষ্ঠানে বরাক উপত্যকা থেকে একমাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী স্বর্ণপদক প্রাপ্ত কবি-সাংবাদিক নীহাররঞ্জন দেবনাথ৷ তাকে এদিনের অনুষ্ঠানে অসমিয়া ঝাপি ও গামছা দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়৷ পাশাপাশি ২০২৩-র সেরা কবি হিসাবে মানপত্র প্রদান করা হয়৷
এদিনের সভায় নীহাররঞ্জন দেবনাথ বলেন, বর্তমান পৃথিবীতে যখন ভাষার নামে ধর্মের নামে বিভাজন চলছে তখন সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন সকল ভাষা-ধর্মের মানুষকে একাকার করে দিয়েছে ৷