EntertainmentBarak Valley

চিকিৎসক তথা সাংস্কৃতিক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার! ব্যবসায়ীর বিরুদ্ধে গর্জে উঠলেন করিমগঞ্জবাসী

সংবাদ সংস্থা, করিমগঞ্জ : বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক কর্মী মণিশংকর দাশগুপ্তের সঙ্গে দুর্ব্যবহারের খবরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে গর্জে উঠেছেন শহরবাসী৷ শহরের বিশিষ্ট ব্যক্তিরা এনিয়ে ক্ষোভ ঝাড়ছেন৷ মদনমোহন রোডের ব্যবসায়ী বিষ্ণুপদ নাগের বিরুদ্ধে৷ এনিয়ে তারা প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের নামে উপ-পৌরপতি কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন৷ এমনকি ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৬টায় প্রতিবাদী সভারও ডাক দিয়েছেন বিশিষ্টজনেরা৷

চিকিৎসক হিসাবে সুনাম রয়েছে শম্ভুসাগর পার্ক রোডের বাসিন্দা মণিশংকর দাশগুপ্তের৷ তাছাড়া তিনি সাংস্কৃতিক কর্মীও৷ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি৷ কিন্তু বিষ্ণু নাগের দুর্ব্যবহারে ক্ষোভে ফেটে পড়েছে করিমগঞ্জ শহর৷ জানা গেছে, মণিশংকরবাবু চিরতরে করিমগঞ্জ ছেড়ে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ এনিয়ে তিনি তার বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁর বাড়িটি কিনতে উদ্যত হন বিষ্ণু৷ কিন্তু তিনি যে দাম দিতে চাইছেন তা মানেননি মণিশংকরবাবু৷ এতে তিনি অন্য একজনের সঙ্গে বেশি মূল্যে বাড়ি বায়না করে নেন৷

অভিযোগ, বিষ্ণুপদ তখন মণিশংকর ইসলাম ধর্মালম্বীর কাছে বাড়ি বিক্রি করতে চলেছেন বলে খবর রটিয়ে দেন শহরে৷ এমনকি তার কাছে বাড়ি বিক্রি না করায় মণিশংকরবাবুর কাছে দুর্ব্যবহারও করেন৷ তাঁর বিরুদ্ধে অশালীন শব্দও প্রয়োগ করেন৷ নিজ বাড়িতে পৌরপতি সহ অন্যদের ডেকে নিয়ে মণিশংকরবাবুর বিরুদ্ধে বৈঠকও করেন৷

এদিকে তাঁর সঙ্গে হওয়া দুর্ব্যবহারের খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন শহরের বিশিষ্টজনেরা৷ বিশেষ করে সাংস্কৃতিক জগতের লোকেরা৷ এনিয়ে শহরের বর্ষীয়ান সাংস্কৃতিক কর্মী রঞ্জিত চৌধুরী, সুলেখা দত্তচৌধুরী, পদ্মাবতী মজুমদার, নির্মল সরকার,নন্দকিশোর বনিক, মনোজিৎ চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখিতভাবে উপ-পৌরপতির কাছে স্মারকপত্র প্রেরণ করেন৷ এমনকি এই ঘটনার প্রতিবাদে শনিবার বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে প্রতিবাদী সভার ডাক দিয়েছেন৷ বিষ্ণুপদ মূলত ব্যবসায়ী হলেও নিজেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচয় দেন৷ তাকে সাংস্কৃতিক সংগঠন থেকে বয়কটের ডাক দিয়েছেন শহরের বিশিষ্টজনেরা৷ এমনকি social media-র মাধ্যমেও বিষ্ণুর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে চলেছেন শহরবাসী৷

Show More

Related Articles

Back to top button