বন্ধ হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট ছাপানো, জরুরি তথ্যগুলো জানুন

নয়াদিল্লি : হাজার টাকার হঠাত্ করে যে কোথায় গায়েব হয়ে গিয়েছিল, তা যেন ঈশ্বর জানেন! সাধারণ মানুষের হাতে এই নোট আসছিল না। সবার মনে একটাই প্রশ্ন ছিল, নোট গেল কোথায়? বিভিন্ন দুই নম্বরির কথাও উঠছিল।
দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা। এবার পড়ল সিলমোহর। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাত্ ভারতীয়রা আর পাবেন না ২০০০ এর নোট।
বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত সময় বৈধ থাকবে। আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একবারে ব্যাঙ্কে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে।
তবে হাতে সময় আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। কারো কাছে থাকলে এক্সচেঞ্জ করে নিন নোট।