ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সপ্তাহদিনের মধ্যে ঢুকবে টাকা! ২০ পরিবারকে সরকারি সহায়তা

বদরপুর : গত দু’দিনের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃ্ষ্টিতে বদরপুর রাজস্ব এলাকার শতাধিক বসত গৃহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অনেক বাড়ি ঘরের চালের টিন উড়ে গেছে৷ শিলাবৃষ্টিতে অনেক ঘরের চালের টিন উড়ে৷ কিন্তু শাসক বিরোধী কোনও নেতা ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে যাননি৷ ভোটের মুখে এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে৷ এই শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে অনেক গাছপালা ভেঙে গেছে, ছিড়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তার৷ সার্কল অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাতের ঘূর্ণিঝড় শিলাবৃষ্টিতে ৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সোমবার রাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫টি পরিবার৷ মোট ১০১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বেসরকারি মতে ক্ষতিগ্রস্তের পরিমাণ অনেক বেশি৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আজ ২০টি পরিবারকে সার্কল অফিস থেকে ত্রিপল বন্টন করা হয়েছে৷ আগামীকালও ক্ষতিগ্রস্তদের আরও ত্রিপল দেওয়া হবে বলে জানা গেছে৷ এছাড়াও ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক ডিটেলস সংগ্রহ করা হয়েছে, আগামীকাল তা গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হবে বদরপুর সার্কল অফিসের ডিডিএম (ফিল্ড অফিসার) নব কুমার দাস বলেন, তারা খুব সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দিসপুরে পাঠিয়ে দেবেন৷ এদিকে বদরপুরের বিভিন্ন এলাকায় ঝড়ের ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে৷