Barak Valley

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান করিমগঞ্জ হাসপাতালের ২ চিকিৎসক

করিমগঞ্জ : শুধু চিকিৎসা নয়৷ এবার নিজ শরীরের রক্ত দিয়েও রোগীদের সেবায় এগিয়ে এসেছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের দু’জন ডাক্তার৷ থ্যালাসেমিয়া দিবসে এই রোগে আক্রান্তদের জন্য অন্যদের সঙ্গে রক্তদান করলেন ডাঃ গৌতম রায় শর্মা ও ডাঃ এহসান আহমদ গালিব৷ পঞ্চমী দেব পরিচালিত চরৈবেতি এনজিও-র হয়ে রক্তদান করেছেন তাঁরা৷

সোমবার থ্যালাসেমিয়া ডে পালন করা হয়েছে সারা বিশ্বে৷ করিমগঞ্জেও প্রায় ৫০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রয়েছেন৷ এই রোগে আক্রান্তদের ঘন ঘন রক্ত দিতে হয়৷ এদিন করিমগঞ্জেও থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়৷ এতে চরৈবেতি এনজিও-র তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এনজিও-র প্রতিষ্ঠাতা তরুণী পঞ্চমী দেব৷ রোগীদের রক্তের ব্যবস্থা করে দেওয়ার মতো সমাজসেবায় নিযুক্ত রয়েছেন তিনি৷ ফলে থ্যালাসেমিয়া দিবসের দিন এই রোগে আক্রান্তদের জন্য শিবিরের আয়োজন করেন পঞ্চমী

এদিকে নিজেদের শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজ শরীরের রক্ত দিয়ে রোগীদের সেবায় এগিয়ে এসেছেন ডাঃ গৌতম রায় শর্মা ও ডাঃ এহসান আহমদ গালিব৷ করিমগঞ্জে তাদের দু’জনেরই ব্যাপক খ্যাতি রয়েছে৷ গৌতম রায় শর্মা চক্ষু রোগ বিশেষজ্ঞ হিসাবে পরিচিতি রয়েছে৷ আর গালিব খুব কম সময়েই চিকিৎসার মাধ্যমে জনপ্রিয় হয়েছেন৷ এদিন থ্যালাসেমিয়া রোগীদের জন্য তাঁরা দু’জনও এক ইউনিট করে রক্তদান করেছেন৷ রোগীদের জন্য ডাক্তারদের রক্তদানের ঘটনাটি বিরল হয়ে রয়েছে৷ এর আগে কোন ডাক্তারকে রক্তদান করতে দেখা যায়নি বলেও অনেকে মত ব্যক্ত করেছেন৷ এদিন তাঁরা দুজন ছাড়াও রক্তদান করেছেন রাহুল সিং, সৌরভ দাস ও সত্যব্রত নাথ বলে জানিয়েছেন পঞ্চমী৷ এই কঠিন রোগে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Back to top button