Barak Valley

দুস্থদের আবাস দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন কালীনগর জিপিতে

রামকৃষ্ণনগর : রাজ্যের বিজেপি সরকার শুধু গরিব মানুষদের কথা চিন্তা করছে চলছে৷ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের গরিবদের কল্যাণে বিভিন্ন প্রকল্প মঞ্জুর করেছেন৷ কালীনগর জিপিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস গৃহের উদ্বোধন করে এই মন্তব্য করেন বিধায়ক বিজয় মালাকার৷ তিনি বলেন, রাজ্যে কংগ্রেস সরকার থাকাকালীন এই কেন্দ্রের মানুষকে প্রধানমন্ত্রী আবাস প্রকল্প পেতে বহু কষ্ট করতে হত৷ কিন্ত এখন আর কষ্ট করতে হয় না৷ কালীনগর জিপির অন্তর্গত ৫ নং ওয়ার্ডের প্রধানমন্ত্রী আবাস গৃহের সুবিধাপ্রাপক ঊষা সতনামি ও দেওয়ানতি কৈরিকে সঙ্গে নিয়ে এদিন বিধায়ক নতুন প্রধানমন্ত্রী আবাস গৃহের ফিতা কেটে উদ্বোধন করেন৷ কালীনগর জিপির অন্তর্গত ২০২৩-২৪ অর্থবছরে ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে এই ঘর নির্মাণ হয়েছে৷ ওইদিন বিধায়ক ২টি ঘরের সুবিধাপ্রাপক ঊষা সতনামি ও দেওয়ানতি কৈরিকে উত্তরীয় পরিয়ে ও মিষ্টি বিলিয়ে শুভেচ্ছা জানান৷ এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কালীনগর জিপির প্রাক্তন এপি সদস্য বিজন দে, ভৈরব নগর মণ্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস, যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, কালীনগর ভিডিপির সম্পাদক শংকর কালোয়ার, চা মোর্চার সভানেত্রীর সবিতা কৈরী প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button