Barak Valley

নববর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠান ইসকন মন্দিরে

করিমগঞ্জ : ২ বৈশাখ, রবিবার দুপুরে ইসকন মন্দিরে বিগ্রহ প্রদক্ষিণ করে প্রিন্স সোহম কালচারারেল ইউনিটের নববর্ষ উৎসব৷

উৎসবের শুরুতে অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ বলেন, পশ্চিবঙ্গে চান্দ সৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ এপ্রিল পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়৷ গ্রেগরিয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে ১৪ এপ্রিল হয় নববর্ষ৷ ২০১৬ সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয়৷ সম্রাট আকবর রাজস্ব কর আদায়ের উদ্দেশ্যে নববর্ষ উৎসব করতেন৷ আকবরের সময়ে জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজী আরবি হিজরি সালের উপর ভিত্তি করে নতুন বাংলা সালের প্রবর্তন করেন৷ শামসুজ্জামান খানের মতে বাংলায় মোঘল সুবেদার মুর্শিদ কুলি খান প্রথম পুন্যহ রীতি শুরু করেন৷ যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন এবং তিনি বাংলায় নববর্ষ উৎসবের সূচনা করেন৷

অপূর্ব দত্ত নববর্ষের উপর বক্তব্য রাখেন৷ দীপঙ্কর ঘোষ নববর্ষ ও পরিবেশ নিয়ে আলোচনা করেন এবং বিধান চন্দ্র নাথ দু’টি স্বরচিত কবিতা পাঠ করেন৷ সকলকে হরিনামে একাত্ম করতে নৃসিংহ মহারাজ হরিকথা আলোচনা করেন৷

আমন্ত্রিত শিল্পী শুভব্রতা দাস অপূর্ব রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন৷ রাজশেখর নাথ, নয়নিকা চক্রবর্তী পুষ্পাঞ্জলি সঙ্গীত পরিবেশন করেন এবং সকলের সমবেত ধামাইল নৃত্য যা বাঙালিয়ানার সাবেকি পযিচয় পরিবেশনায় মন্ত্রমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়৷ পরিশেষে একাদশী তিথি মাহাত্ম্য ও প্রসাদ বিতরণ করা হয়৷

Show More

Related Articles

Back to top button