Barak ValleyAssamEducation
হাইলাকান্দি ডায়েটে শিক্ষকদের ওরিয়েন্টেশন ট্রেনিং

জনসংযোগ, হাইলাকান্দি, ১৬ মার্চ :: হাইলাকান্দি ডায়েটে বৃহস্পতিবার থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর অরিয়েন্টেশন ট্রেনিং কার্যসূচি শুরু হয়েছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন ৫০ জন করে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ট্রেনিং চলবে। অনুরূপভাবে আগামী ২০ মার্চ সমাজকল্যাণের বিভাগের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পুষ্টিকর খাদ্য সংক্রান্ত অনুরুপ এক প্রশিক্ষণ হাইলাকান্দি ডায়েটে অনুষ্ঠিত হবে।