নিয়মের পরোয়া না করে পোর্টাল সাংবাদিকতা, কড়া বার্তা পীযূষের

সংবাদ সংস্থা, গুয়াহাটি : নীতি-নিয়ম না মেনে পোর্টাল সাংবাদিকতা চলবে না৷ সতর্ক করলেন তথ্য জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা৷ মঙ্গলবার, তিতাবরের বিজেপির সদস্যভর্তি অভিযান কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পীযূষ৷ তাঁর কথায় রাজ্যে পোর্টালের অভাব নেই৷ বিধি-নিষেধের পরোয়া না করেই অবাধে গড়ে উঠেছে পোর্টালগুলো৷ এ সব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্ল্যাকমেলিঙেরও অভিযোগ রয়েছে৷ তাই সরকারের কড়া নজর রয়েছে এই পোর্টাল সাংবাদিকতার ওপর৷ এই ইস্যুতে রেহাই দেওয়া হবে না৷ কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পীযূষ হাজারিকা৷ এদিন RTI কর্মী তথা পোর্টালের স্বত্তাধিকারী দুলাল বরার ওপর যে আইনের খাঁড়া নেমে আসছে, তাও জানিয়ে দেন মন্ত্রী৷
সোমবার, তিতাবরে কছাড়ি সাংস্কৃতিক সংগ্রহালয়ে আয়োজিত সদস্যভর্তি অভিযানের সভায় অংশ নেন মন্ত্রী মন্ত্রী পীযূষ হাজারিকা৷ তাঁর দাবি, দু’দিনের মধ্যেই তিতাবরে বিজেপির সদস্যসংখ্যা ৪০ হাজার অতিক্রম করবে৷ তাঁর আরও মন্তব্য গত ৫ বছরে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে গেছে৷ এভাবে তো থাকলে হবে না৷ তাছাড়া, জনতাও এখন উন্নয়নমুখো, তাঁর নিজেই এভাবে থাকতে চাইবেন না৷ ফলে জনতার কল্যাণে কাজ করা বিজেপির সঙ্গে দাঁড়াবেন৷ স্বেচ্ছায় নেবেন সদস্যপদও৷