Barak Valley

নিলামবাজারে ডিভাইডারে ধাক্কা বরযাত্রীবাহী বাসের, আহত ১৭

নিলামবাজার : ভয়ংকর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল নিলামবাজার থানার পার্শ্ববর্তী ডিভাইডারে৷ বরাতজোরে প্রাণে বাঁচলেও আহত হয়েছেন ১৭ জন৷

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাজারিছড়া থেকে কালিগঞ্জগামী বরযাত্রী বোঝাই ASTC-র আওতাধীন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিলামবাজার থানার সামনে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে৷

দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, ডিভাইডারে ধাক্কা মেরে বাসের সামনা দুমড়ে যাওয়ার পাশাপাশি চাকাগুলো খুলে উড়ে পড়ে৷ এতে বাসের ভেতর থাকা ১৭ জন যাত্রী গুরুতর আহত হন৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিলে পাঠিয়ে দেন৷ এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর থাকায় তাদের শিলচর মেডিক্যালে প্রেরণ করা হয়েছে৷ ঘটনায় মোট ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

এদিকে, স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য পরিকল্পনাহীনভাবে তৈরি করা ডিভাইডারকে দায়ী করছেন৷ তাদের দাবি, বিভাগীয় কর্তৃপক্ষের চূড়ান্ত উদাসীনতায় ডিভাইডারটি তৈরি না করায় ও রেডিয়ামগুলো না লাগানোয় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷

Show More

Related Articles

Back to top button