Updates
পিএম কিষাণ স্কিমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে জেলায় সচেতনতা শিবির

জনসংযোগ, করিমগঞ্জ : পিএম কিষাণ স্কিমে করিমগঞ্জ জেলায় সুবিধা গ্রহণের জন্য হিতাধিকারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে জেলার জিপিগুলিতে ৬ জুন থেকে সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং চলবে ১৯ জুন পর্যন্ত।
এই উদ্দেশ্যে ৬ জুন, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বদরপুরের সুভাষ নগর জিপি(রাকেশ নগর), পাথারকান্দির বালিপিপলা জিপি, দক্ষিণ করিমগঞ্জের সিঙ্গারিয়া জিপি ও উত্তর করিমগঞ্জের সাদারাশি জিপিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে।
সংশ্লিষ্ট এলাকার যোগ্য কৃষকদের এতে উপস্থিত হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।