Updates
প্রাক্তন সৈনিকদের জন্য স্পর্শ পোর্টালের প্রচার সভা

জনসংযোগ, শিলচর, ১৯ মে : কাছাড় জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে যে PCDA (Pension) এলাহাবাদের প্রতিনিধি আগামী ২৫ এবং ২৬ জুন মাছিমপুর সেনানিবাস ওডিটরিয়াম” এ SPARSH PORTAL (স্পর্শ পোর্টালের) প্রচার সভায় অংশ নেবেন ।
প্রাক্তন সৈনিক অর্থাত্ এক সার্ভিস ম্যান তথা তাদের বিধবা পত্নী যাঁরা এখন পর্যন্ত কোনো কারণে ডিজিটাল লাইফ সার্টিফিকেট SPARSH PORTAL এ জমা করতে পারেননি তাদেরকে উক্ত তারিখে নিজ নিজ P.P.O, Bank Pass Book, আধার কার্ড, পেন কার্ড আইডেনটিটি কার্ড ও ডিসচার্জ বুক নিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।
কাছাড় জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।