Barak Valley

বন্যার জলে ডুবে মৃত্যু ডিসি ক্যান্টিনের কর্মীর

করিমগঞ্জ : বন্যার জলে ডুবে মারা গেলেন এক তরতাজা যুবক৷ মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে জলে ডুবে মারা যান তিনি৷ বছর ৩০-র যুবক করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের ক্যান্টিনের কর্মী বাপন দেব৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ লঙ্গাই ইনাতপুর এলাকায়৷

জানা গেছে, বাপন দীর্ঘ বছর থেকে জেলাশাসক কার্যালয়ের ক্যান্টিনে কর্মরত রয়েছেন৷ স্বভাবে পুরোপুরি শান্ত ও ভদ্র তিনি৷ পুরো জেলাশাসক কার্যালয়ের কর্মীরা তাঁকে চিনতেন৷ মাত্র দেড় মাস আগে তিনি বাবাকে হারিয়েছেন৷ বর্তমানে অসুস্থ মাকে নিয়ে থাকতেন৷ বাপন তাঁর মা-বাবার একমাত্র সন্তান৷

গত বৃহস্পতিবার ক্যান্টিন থেকে বাড়ি ফেরার পথে মায়ের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র কেনেন তিনি৷ বাড়ির পাশে ক্ষেতের জমি রয়েছে৷ বন্যার জলে টুইটুম্বুর হয়ে রয়েছে ক্ষেত৷ বাড়ির ফেরার পথে পা পিছলে ক্ষেতের জলে পড়ে যান তিনি৷ তার সম্পর্কিত এক ভাই জানান, বাপন সাঁতার জানেন না৷ প্রতিদিন রাত ৮টা নাগাদ বাড়ি ফেরেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার রাত ১০টা বেজে গেলেও তিনি বাড়ি ফেরেননি৷ তার ফোনও লাগছিল না৷ ফলে তাঁরা বাপনের খোঁজে বের হন৷

একটা জায়গায় বাপনের পায়ের চটি দেখতে পান তারা৷ সঙ্গে সঙ্গে ওই জায়গার জমা জলে নেমে পড়েন বাপনের খোঁজে৷ জলের নিচে বসা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করেন বাপনের নিকটাত্মীয়রা৷ জলে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে বাপন মারা গেছেন বলে জানান তাঁর সম্পর্কিত ভাই৷ বাপনের মৃত্যুতে জেলাশাসক কার্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে৷

Show More

Related Articles

Back to top button