AssamEducationNorth-East

বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস, করিমগঞ্জে বিক্ষোভ NSUI-র

করিমগঞ্জ : অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত (সেবা) এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিলের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত ।

আজ বুধবার এনিয়ে প্রতিবাদে মাঠে নামে করিমগঞ্জের এনএসইউআই জেলা কমিটি । ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার করিমগঞ্জের জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে অসমের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে কুশপুতুল দাহ করেন সংঘটনের কর্মকর্তারা ।

নির্দিষ্ট সূচি অনুযায়ী প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী হায় হায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই, প্রশ্নপত্র ফাঁস করে ছাত্রদের জীবন ধ্বংস করা চলবে না, স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা আয়োজন করতে হবে ইত্যাদি স্লোগানে এক করে তোলে এলাকা ।

বিক্ষোভ প্রদর্শন কালে সংগঠনের রাজ্য সম্পাদক শুভজিত চক্রবর্তী বলেন,’সেবা” কর্তৃপক্ষের জালিয়াতির শিকার ছাত্রছাত্রীরা । মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের এক ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠলে সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি । একাধিক পরীক্ষা কেন্দ্রে গনহারে নকল যোগান দেওয়ার অভিযোগ উঠে । চাপে পড়ে কাছাড় জেলার একটি কেন্দ্রের পরীক্ষা বাতিল সহ নকল সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ । কিন্তু এরপরে বিজ্ঞান পরীক্ষার আগের দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র । যার কারনে মধ্যরাতে বাতিল করতে হয় পরীক্ষাকে ।

ক্ষোভের সুরে তিনি বলেন, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে আমাদের রাজ্যের শিক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের ভবিষ্যত সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ও শিক্ষা বিভাগে পুরোপুরি ভাবে দুর্নীতি ছেয়ে গেছে ।

সংগঠনের পক্ষ থেকে উক্ত ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ও অভিযোগের সত্যতা উদ্ঘাটন করে তা প্রকাশ করা ও দোষীদের কঠোর শাস্তি প্রদান এবং এধরনের ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় । আজকের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সংগঠনের সভাপতি শুভম দাস, কিরণ দাস পুরকায়স্থ, বিজয় ঘোষ, সুমন দাস, অভি রায় প্রমূখ ।

Show More

Related Articles

Back to top button