Barak ValleySports
ভলিবল খেতাব ইউনাইটেডের

করিমগঞ্জ : করিমগঞ্জ DSA আয়োজিত ডাঃ সামসুদ্দিন চৌধুরী স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইউনাইটেড স্পোর্টস ক্লাব৷ আজ রাতে শহরের নগেন্দ্রনাথ তিলকচাঁদ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গেমের ব্যবধানে তারা NSSA-কে পরাজিত করে৷ ১ম গেমে ১৮-২৫ পয়েন্টের ব্যবধানে হেরে যাওয়ার পরও ঘুরে দাঁড়ায় ইউনাইটেড৷ পরের ৩টি গেম জেতে যথাক্রমে ২৫-২১, ২৫-১৮, ২৫-২০ পয়েন্টে৷ ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়৷ প্রধান অতিথি ছিলেন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, DSA সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা৷ ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর দর্শক সমাগম হয়৷