মহারাষ্ট্রের রায়গড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ১২ জনের, আর্থিক সাহায্য ঘোষণা শিন্ডের

রায়গড়, ১৫ এপ্রিল : মহারাষ্ট্রের রায়গড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের, মৃতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুর্ঘটনাটি ঘটেছে রায়গড়ের খোপোলি এলাকায়। পুলিশ জানিয়েছে, প্রাইভেট বাসটি পুণে থেকে মুম্বই যাচ্ছিল, শনিবার সকাল ৪.৫০ মিনিট নাগাদ পুরানো মুম্বই-পুণে হাইওয়েতে শিংরোবা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
উদ্ধারকারী দলের একজন জানিয়েছে, কমপক্ষে ১৩-১৪ জনের মৃত্যু হয়েছে। তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। গভীর খাদে পড়ে যাওয়ায় বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি মিউজিক গ্রুপের সদস্যরা পুণে থেকে মুম্বইয়ে যাচ্ছিলেন। ‘বাজি প্রভু ওয়াদাক গ্রুপ’-এর মিউজিক গ্রুপের সদস্যদের নিয়ে যাচ্ছিল বাসটি। পুণে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা গোরেগাঁও ফিরছিলেন। শনিবার ভোররাত একটা নাগাদ বাসটি রওনা দেয়। নিহত ও আহতরা মুম্বইয়ের সিওন ও গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা।
রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ ঘার্জে জানিয়েছেন, আহতদের খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত এসপি অতুল জেন্দে জানিয়েছেন, মৃত ও আহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন, তিনি রায়গড় কালেক্টর এবং এসপি এবং উদ্ধার অভিযানে নিযুক্ত দলের সঙ্গেও কথা বলেছেন। নিহতদের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা প্রদান করা হবে।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, রায়গড়ের খোপোলি এলাকায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ওই বাসে ৪১ জন যাত্রী ছিলেন, ঘটনাস্থলেই ১২ জন যাত্রী মারা যাযন, বাকি যাত্রীদের বের করে আনা হয়েছে। আহতরা চিকিত্সাধীন রয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাঁরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা সম্পর্কে জানা মাত্রই দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।