Barak Valley
মাদক সেবনকারীকে পুলিশে দিল জনতা

করিমগঞ্জ : মাদক ব্যবসার রমরমা বাণিজ্য গড়ে উঠেছে অসমের সীমান্ত জেলা করিমগঞ্জে৷ গত কয়েক মাসে করিমগঞ্জ পুলিশের অভিযানে কয়েক কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ মাদক সরবরাহকারীদের পাঠানো হয়েছে জেলে৷
রবিবার করিমগঞ্জ সিভিল হাসপাতাল চত্বর থেকে মাদক সেবনের সময় এক ই-রিক্সা চালককে আটক করছ পুলিশে দেন জনতা৷ করিমগঞ্জ সদর পুলিশে খবর দিলে পুলিশ সদর থানায় নিয়ে যায়৷
জনৈক প্রত্যক্ষদর্শী জানান, রবিবার বৃষ্টির সময় হাসপাতাল চত্বরে বসেই শরীরে নেশা জাতীয় দ্রব্য ইনজেক্ট করছিল ওই ই-রিক্সা চালক৷ স্থানীয়রা এটা লক্ষ্য করে তাকে আটকে পুলিশে খবর দেন৷ পরে পুলিশ তাকে আটক করে৷
এক পুলিশ আধিকারিক জানান, আটক করা ব্যক্তি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে৷ উদ্ধার হয়েছে ৫টি কৌটা সহ সিরিঞ্জ৷ সে মাদক সেবন সহ অন্য কোন অপরাধে জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷