Barak ValleyAssamNorth-East

রবিবারের সাহিত্য আড্ডার বিশ্ব কবিতা দিবস পালনের প্রস্তুতি

করিমগঞ্জ : আগামী ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস পালিত হবে রবিবারের সাহিত্য আড্ডা, করিমগঞ্জের উদ্যোগে৷ রবিবার সাংবাদিক সম্মেলনে আড্ডার সদস্যরা বিশ্ব কবিতা দিবসের বিস্তারিত কার্যসূচি সংবাদ মাধ্যমকে অবগত করান৷

২১ মার্চ সকাল ১০:৩০টায় স্থানীয় শিক্ষক ভবনে অনুষ্ঠেয় সূচী অনুসারে গল্পকার ড. হিমাশিস ভট্টাচার্য (শিলচর), প্রবন্ধিক অরূপ কুমার ভূঁইয়া ( মেদিনীপুর, পশ্চিমবঙ্গ) এবং কবি মনিকা বড়ুয়াকে (ধর্মনগর) সাহিত্য সম্মাননা প্রদান করা হবে৷ আড্ডার নিয়মিত সাহিত্য পত্রিকা ‘স্বরিত’, পঞ্চদশ সংখ্যা সহ কবি নারায়ণ মোদকের গল্পগুচ্ছ, প্রয়াত কবি সুকন্য চৌধুরী, কবি পিঙ্কু চন্দ, কবি সমীরণ চক্রবর্তীর কাব্যগ্রন্থ এবং বিপ্লব গোস্বামীর ছড়া গ্রন্থ উন্মোচিত হবে৷

বিষয় আলোচনায় নির্দিষ্ট বক্তা হিসেবে থাকবেন কবি শতদল আচার্য ও প্রাবন্ধিক মন্টু দাস৷ কবিতা পাঠে অংশ নেবেন আমন্ত্রিত কবি সহ আড্ডার শরিকরা৷

রবিবার সাংবাদিক সম্মেলনে আড্ডার পক্ষে বক্তব্য রাখেন নারায়ণ মোদক ও গৌতম চৌধুরী৷ রবিবারের সাহিত্য আড্ডার পক্ষ থেকে সব সাহিত্যানুরাগী ও গুণিজনের উপস্থিতিতে অনুষ্ঠান সফল করে তোলার আহ্বান জানানো হয়৷ উপস্থিত ছিলেন ড. গীতা সাহা, সন্তোষ দত্ত, সুবীর বরণ রায়, রঞ্জিত দেব, অভিষেক সেন, চান্দ্রেয়ী দেব, রঞ্জিতা চক্রবর্তী, ছন্দা দাম, শুক্লা আচার্য, সুমি দাস ও অনিন্দিতা চক্রবর্তী৷

Show More

Related Articles

Back to top button