North-EastEntertainment

রবীন্দ্রসঙ্গীতে রাজ্যসেরা শিলচরের সপ্তপর্ণা

শিলচর : অসম ভাষিক উন্নয়ন বোর্ডের আহ্বানে গত ৮ ও ৯ মে গুয়াহাটিতে অনুষ্ঠিত রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হয়েছে শিলচরের সপ্তপর্ণা নাথ৷ এর আগে গত ২৯ এপ্রিল শিলচরে অনুষ্ঠিত হওয়া সংগীত প্রতিযোগিতায় সপ্তপর্ণা প্রথম স্থান লাভ করে৷

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৮ ও ৯ মে গুয়াহাটির মাছখোয়া আইটিএ সেন্টারে অনুষ্ঠান সম্পন্ন হয়৷ মোট ২টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এরমধ্যে ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সপ্তপর্ণা নাথ৷

উল্লেখ্য, শিলচর শরৎপল্লির বাসিন্দা শ্যামলকান্তি নাথ ও নন্দিতা নাথের কনিষ্ঠা কন্যা সপ্তপর্ণা৷ সপ্তপর্ণার এই সাফল্যে তার সঙ্গীত শিক্ষিকা নতুন বাজার সালেপুরের শিলা নাথ সহ অসংখ্য আত্মীয়-পরিজন ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন৷ এক বিবৃতিতে জানিয়েছেন সব্যসাচী নাথ৷

Show More

Related Articles

Back to top button