Barak ValleyAssamNorth-East

রাজ্য ক্রিকেট দলে করিমগঞ্জের সমাদৃতা

ক্রীড়া প্রতিনিধি, করিমগঞ্জ : অসম ক্রিকেট সংস্থার অনূর্ধ্ব ১৫ রাজ্য মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিলেন সমাদৃতা সাহা৷ রাজকোটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৫ মেয়েদের জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট৷ খুশি কুমারীর নেতৃত্বে এই আসরে খেলবে অসম৷ করিমগঞ্জ শহরের সুভাষনগরের বাসিন্দা সমাদৃতা রাজ্য দলে নির্বাচিত হওয়ায় সীমান্ত জেলায় খুশির হাওয়া৷ অভিনন্দন জানিয়েছেন DSA সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, ক্রিকেট সচিব আশিষ দাস পুরকায়স্থ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button