জননেতা রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তি উন্মোচন করলেন মন্ত্রী রঞ্জিত দাস।

সুস্মিতা দাস, করিমগঞ্জ: কথা ছিল সর্বানন্দ সানোয়ালের হাত দিয়ে করিমগঞ্জে জননেতা রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তি উন্মোচন করানোর, কিন্তু হলনা। শেষে জেলার অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাসের হাত ধরে এই মূর্তি উন্মোচিত হল আজ। রবিবার করিমগঞ্জে রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তি উন্মোচন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। উন্মোচন পর্বে সঙ্গে ছিলেন রথীন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, ট্রাস্টের সম্পাদক সুদীপ চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, বিশ্বরূপ ভট্টাচার্য সহ দলের প্রথম সারির নেতারা। মূর্তি উন্মোচন করে মন্ত্রী রঞ্জিত দাস বলেন, ‘রথীন্দ্র ভট্টাচার্য শুধু বিজেপির নেতা ছিলেন না, তিনি আজীবন মানুষের কাজ করে গেছেন, তাই এমন এক জননেতার মূর্তি উন্মোচন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি’।