শিলচরে মারুতি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল মহিলা শিক্ষিকার

মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের একজন মহিলা শিক্ষিকা। প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে , আজ বিকেলে, TET শিক্ষিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য যিনি তারাপুর রায়গড় এলাকার বাসিন্দা, কাছাড় জেলার বড়খলার একটি স্কুল থেকে উনার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান ।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। তারা দেখেন ভট্টাচার্যের শরীর সম্পূর্ণ থেঁতলে গেছে এবং অঙ্গ-প্রত্যঙ্গ বেরিয়ে গেছে। তারা তাকে কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দেয় এবং মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে।
মারুতি ভ্যানের চালক এবং গাড়িতে থাকা একজন যাত্রীও আহত হয়েছেন এবং তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, নিহত শিক্ষিকার নাম শর্মিষ্ঠা নাথ । উনি চাকুরী করতেন মাসিমপুর এলাকার একটি স্কুলে । উনার বাড়ি সূর্য কুমার হাইস্কুলের পাশেই । উনার অতি অল্প বয়সের এক শিশু রয়েছে ।
শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।