SportsNational

সচিনের মূর্তি ঘিরে বিতর্ক, ‘এটা তো স্মিথের মূর্তি’ মন্তব্য নেটিজেনদের

নিউজ ডেস্ক : ম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মূর্তি। অনেক দিন ধরেই মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ) পরিকল্পনা করছিল এই মূর্তি স্থাপন করার। প্রথমে ঠিক হয়েছিল এবছর সচিনের জন্মদিন, তবে পরে পরিকল্পনা বদলে বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন করা হয়।

পূর্বঘোষণামতোই বুধবার বিকেলে মূর্তি প্রকাশ্যে আনা হয় সচিনের সামনে। কিন্তু মূর্তি উন্মোচন পরের শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে মন্তব্যের ঝড়। অনেকেই দাবি, মূর্তির মুখ সচিন নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের মতো।

সচিনের মুখ স্টিভ স্মিথের মতো হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। মূর্তিটিতে তৈরি করা হয়েছে সচিনের লফ্ট শটের আদলে। হেলমেট পরা মূর্তিটির চোখ দেখে অনেকে মিল পাচ্ছেন স্মিথের।

নিজের মূর্তি উন্মোচনের দিন সচিন বলেন, “আমার কাছে বিশেষ মুহূর্ত। এবছরের ফেব্রুয়ারি নাগাদ আমাকে মূর্তি তৈরির কথা জানানো হয়। খুব খুশি হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে প্রতিক্রিয়া জানাব। এখানে আজ দাঁড়িয়ে খুব ভাল লাগছে। মনের মধ্যে হাজার হাজার ছবি ভিড় করে আসছে। কত অসাধারণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে।”

Show More

Related Articles

Back to top button