Barak ValleyAssamNorth-East

স্মরণ দিবসে শ্রদ্ধাঞ্জলি AIDSO-র

করিমগঞ্জ : বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা সহকারে তিন স্বাধীনতা সংগ্রামী ভগত্‍ সিং, সুখদেব থাপর এবং শিবরাম রাজগুরুর স্মরণ দিবস পালন করলো ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ।

সকাল ৯ টার সময় করিমগঞ্জ শহরের মেইন রোডের জেলা কার্যালয়ের সম্মুখে ভগত্‍ সিং এর অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে গার্ড অফ ওনার এবং শ্রদ্ধার্ঘ্য জানানো হয় ।

সেখানে ছাত্র-ছাত্রীদের কাছে কিছু কথা তুলে ধরেন সংগঠনের করিমগঞ্জ কমিটির সম্পাদক জয়দীপ দাস । তিনি বলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ভগত্‍ সিং স্মরণ দিবসে শুধুমাত্র কিছু কার্যসূচির মধ্য দিয়ে পালন করা ছাত্র সংগঠনের মূল উদ্দেশ্য নয় সংগঠনের উদ্দেশ্য ভগত্‍ সিং এর যে অপুরিত স্বপ্ন সে স্বপ্নকে পূরণ করা সংগঠনের লক্ষ্য ।

শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের শেষে জেলা কার্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছে ভগত্‍ সিং এর জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন এসইউসিআই (কমিউনিস্ট )দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য কমরেড অরুণাংশু ভট্টাচার্য । তিনি ছাত্রছাত্রীদেরকে ভগত্‍ সিং এর ছোট সময়ের সেই দেশপ্রেমের গল্প অর্থাত্‍ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ভগত্‍ সিং সেখানে গিয়ে সে রক্তমাখা মাটি হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে এদেশ থেকে তিনি ইংরেজকে তাড়িয়ে ছাড়বেন এবং পরবর্তীতে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তার ব্যাখ্যা তুলে ধরেন ।

উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে দেশের গরীব মেহনতী মানুষের স্বার্থে লড়াই করতে এবং আরো উচ্চকণ্ঠে মাথা উঁচু করে লড়াই করে দেশীয় পুঁজিপতিদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে এবং ভগত্‍ সিং এর স্বপ্ন পূরণ করার জন্য আহ্বান জানান ।

Show More

Related Articles

Back to top button