Barak Valley

হাইলাকান্দিতেও নেশা মুক্ত ভারতের কার্যক্রম অনুষ্ঠিত

জনসংযোগ, হাইলাকান্দি, ১২ আগস্ট : হাইলাকান্দি জেলায় সোমবার সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে নেশা মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে বিকশিত ভারত কা মন্ত্র ভারত হো নেশা সে স্বতন্ত্র কার্যক্রমের অধীনে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয় ‌। এর অধীনে জেলার শিক্ষাঙ্গন গুলিতে শোভাযাত্রা, গণহারে নেশা মুক্তির শপথ, চারা গাছ লাগানো, নেশার কুফল নিয়ে আলোচনা সভা, এবং খেলাধুলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শাহাবাদ হাইস্কুলেও সোমবার এ ধরনের একটি আলোচনা চুক্তি অংশ নেন সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি রক্তিম বড়ুয়া। সভায় নেশার কুফল বর্ণনা করে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য পেশ করেন। উল্লেখ্য সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে গত পাঁচ বছর থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নেশা মুক্ত দিবস হিসাবে আজকের দিনটি পালন করা হচ্ছে।।

Show More

Related Articles

Back to top button