Barak Valley

২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পাথারকান্দির বিভিন্ন এলাকায়

পাথারকান্দি : বৃহস্পতিবার রাতের প্রলয়ঙ্করী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পাথারকান্দির বিভিন্ন এলাকা৷ ঝড়ের তান্ডবে অনেক ঘরবাড়ি ভূপতিত হওয়ার পাশাপাশি বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানের বেহাল অবস্থা হয়েছে৷ জানা গেছে, বৃহস্পতিবার রাত ১:৩০টা নাগাদ মাত্র ২০/২৫ মিনিটের ঝড়ে বহু লক্ষাধিক টাকার লোকসান জনগণের৷ পাথারকান্দি কেন্দ্রের আওতাধীন বিভিন্ন চা-বাগান সহ লোয়াইরপোয়া-বাজারিছড়া জিপির বেশকটি গ্রামে মানুষের ঘরের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যায়৷ এমনকি ঘরের কাঠের কাঠামো অবধি উপরে ফেলে৷ তাছাড়া বহু গাছ ভেঙে দেয়৷ বাজারিছড়া সরকারি হাসপাতালের সীমানার দেওয়াল ভেঙে পড়ে৷ এছাড়াও বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ার খবর পাওয়া গেছে৷

জানা গেছে, লোয়াইরপোয়ার কড়িখাই শশীনগর সহ বাজারিছড়ার কালাছড়া, পূর্ব-কালাছড়া, মাকুন্দা রোড সহ স্থানীয় বাজার এলাকা ঝড়ের প্রকোপে পড়ার খবর পাওয়া গেছে৷ ফলে এলাকাগুলিতে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে৷

পরে শুক্রবার সকাল থেকেই স্থানে স্থানে সংশ্লিষ্ট জিপি কর্তৃপক্ষ তথা পাথারকান্দির সার্কল আমিনরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভেঙে যাওয়া বাড়ি-ঘর তালিকাভুক্ত করেছেন৷

পরে সাময়িকভাবে অনেক পরিবারে ত্রিপল প্রদান করা হয় সার্কল প্রশাসনের পক্ষে৷

Show More

Related Articles

Back to top button