পাথারকান্দির মুণ্ডমালা বাইপাসে বাইক-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ও আহত ১

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন পথদুর্ঘটনা যেন নিত্ত-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ গত শুক্রবারের পর শনিবারও ঘটল দুর্ঘটনা৷ জানা গেছে, শনিবার দুপুরে AS 10 G 3620 নম্বরের বাইক নিয়ে ২ যুবক রাতাবাড়ি থেকে পাথারকান্দি যাওয়ার পথে মুণ্ডমালা বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ে৷ তাদের বাইকটি যখন বাইপাস অতিক্রম করে ৮ নং জাতীয় সড়কে উঠবে, ঠিক তখনই ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী TR 05-1949 নম্বরের একটি ওয়েল ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে বাইকটি মুচড়ে গিয়ে গুরুতর আহত হন বাইকের চালক ও আরোহী৷ ঘটনার পর পুলিশে আত্মসমর্পন করে ঘাতক ট্যাঙ্কার চালক৷
পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতালে ভর্তি করলেও পরে তাদের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদের করিমগঞ্জ ও পরে শিলচর রেফার করা হয়৷ এদের মধ্যে শিলচর পৌঁছার পথে বাইক চালক জহরুল আমিনের (২০) মৃত্যু হয়৷ পরে মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছে দেয় পুলিশ৷ মৃতের বাড়ি রাতাবাড়ির নিতাইনগরে৷ অন্য আহত বর্তমানে মেডিক্যালে চিকিৎসাধীন৷ তার নাম সাদিক আহমদ (২২)৷ বাড়ি রামকৃষ্ণনগর কালীবাড়ি এলাকায়৷