Barak ValleyAssamNorth-East

ভাঙ্গার পাটেরাকান্দিতে রাধারমণ গোস্বামী জিউর ১০৮তম আবির্ভাব তিথির স্মরণোৎসব অনুষ্ঠিত

পাঞ্চজন্য রায়, বদরপুর : প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৮তম আবির্ভাব উৎসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাঙ্গার পাটেরাকান্দিতে উদযাপন করা হয়৷ পাটেরাকান্দির বলরাম দাসের বাড়িতে আয়োজিত ৩ দিবসীয় উৎসব সম্পন্ন হয় বৃহস্পতিবার সকালে৷ উৎসব শুরু হয় মঙ্গলবার সকালে৷

উৎসবের কর্মসূচিতে ছিল ২৮ ফেব্রুয়ারি অধিবাস৷ বিকাল ৩টায় শোভাযাত্রার মাধ্যমে প্রভুর স্নানের জল সংগ্রহ৷ সন্ধ্যা ৫টায় শাস্ত্রীয় নিয়ম অনুসারে প্রভুর স্নান এবং অধিবাসের সূচনা৷ রাত ৭:৩০-য় সমবেত উপাসনা৷ বুধবার ভোর ৩:৩০টা থেকে শুরু হয় মঙ্গলারতি৷ সকাল ৫টায় মহাপ্রভু ও প্রভুপাদের প্রতিকৃতি নিয়ে নগর পরিক্রমা৷ সকাল ৯টায় শুরু হয় গুরুপূজা৷ ১০টায় অনুষ্ঠিত হয় সমবেত পুষ্পাঞ্জলি৷ ১০:৩০-য় অনুষ্ঠিত হয় দীক্ষাদান৷ ১২:৩০ থেকে শুরু হয় ভোগ আরতি৷ ২টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ৷ সন্ধ্যা ৫:৩০-য় অনুষ্ঠিত হয় সমবেত উপাসনা৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রসাদ পুরকায়স্থ, রবীন্দ্র নাথ, শোভন রুদ্রপাল, দীপ্তিনাথ সহ পরিচালন কমিটির কর্মকর্তারা৷ এ ছাড়াও করিমগঞ্জ শহর, বারইগ্রাম, কাটলিছড়া, হাইলাকান্দি, শিলচর মন্ডলীর কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button