Barak Valley
সমাজ সেবিকা কবিতা বিশ্বাস আর নেই

হাইলাকান্দি (পিএন সি) সমাজ সেবিকা কবিতা বিশ্বাস আর নেই। বার্ধক্য জনিত রোগে তিনি মঙ্গলবার ভোররাত দেড়টার সময় শিলচরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬”বছর। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ হাইলাকান্দির কাছাড়ী রোডের নিজের বাড়িতে আনা হয় এর পরে মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তাঁর স্বামী স্বাধীনতা সংগ্রামী হীরেন্দ্র কুমার বিশ্বাস কয়েক বছর আগে প্রয়াত হন।
মৃত্যু কালে তিনি দুই পুত্র , পুত্র বধু ও নাতি নাতনী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র পার্থ বিশ্বাস পূর্ত বিভাগের একজন অবসরপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার। নাতিদের মধ্যে অন্যতম ডাক্তার রোহন বিশ্বাস শিলচর সিভিল হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে কর্মরত।