করিমগঞ্জে আটক বাংলাদেশি মহিলা

করিমগঞ্জ, ৩১ মার্চ : করিমগঞ্জে আটক করা হয়েছে এক বাংলাদেশি মহিলাকে। শুক্রবার করিমগঞ্জ জেলা সদর শহরের চড়াকুড়ি এলাকা থেকে রুমানা বেগম নামের মহিলাকে আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
স্থানীয়দের কাছে জানা গেছে, আজ সকালে অজ্ঞাতপরিচয় মহিলার ঘোরাফেরা দেখে সন্দেহের সৃষ্টি হয়ে স্থানীয়দের মধ্যে। তাঁরা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেয়ে তুলে দেন সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে।
জানা গেছে, বাংলাদেশের কিশোরগঞ্জের বাসিন্দা রুমানা বেগম নামের মহিলাটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। কথাবার্তা এবং চলাফেরায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে তাঁর। সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাংলাদেশি মহিলাকে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করে দিয়েছেন।
এদিকে কড়া নিরাপত্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আন্তার্ডাতিক সীমান্ত টপকে ভারতে অবৈধভাবে বাংলাদেশি মহিলার অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছ করিমগঞ্জে।