Barak Valley
করিমগঞ্জে ব্রজেন্দ্র রোডে হনুমান জয়ন্তীতে পূজার্চনা

করিমগঞ্জ : হনুমান জয়ন্তী উপলক্ষে করিমগঞ্জ ব্রজেন্দ্র রোডস্থিত সংকোটমোচন হনুমান মন্দিরে বৃহস্পতিবার দিনভর পূজার্চনা হয়৷ অগণিত মানুষেরা এদিন মন্দিরে জড়ো হয়ে হনুমানজির অঞ্জলি প্রদান করেন৷ যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ সন্ধ্যায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷
মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে সভাপতি দীপঙ্কর ঘোষ জানান, প্রতি বছরের ন্যায় এবারও সংকটমোচন মন্দিরে পুজো হয়েছে৷
অন্যদিকে, বজরং দলের তরফে হনুমান জয়ন্তী উপলক্ষে বুধবার রাতে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে৷ হনুমান প্রতিকৃতি নিয়ে সুসজ্জিত ট্যাবলোর সঙ্গে পা মেলান অগণিত মানুষেরা৷