Barak Valley

বিহাড়া দেশবন্ধু ক্লাবের অডিটরিয়ামে বসুন্ধরা ২.০বিষয়ক সচেতনতা সভা

  শিলচর পিএনসি   ৬ ই এপ্রিল ---- আজ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে  বসুন্ধরা ২.০ বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় বিহাড়া দেশবন্ধু ক্লাবের অডিটরিয়ামে হলে। আসাম সরকার ভূমির অধিকার সুনিশ্চিত করতে বসুন্ধরা ২.০ শুরু করেছিল এবং এই সুবিধা আসামের অন্যান্য জেলায় অনলাইন পদ্ধতিতে বিগত ৩১ মার্চ শেষ হয়েছে। কিন্তু কাছাড় জেলা কে অফলাইন করে রাখার ফলে এখন পর্যন্ত এই বসুন্ধরা ২.০ প্রকল্পের কাজ শুরু হয় নি।
                 
সরকারের এই ভূমি বিষয়ক তথ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষ ভাবে অবহিত নন। আজকের এই সচেতনতা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিহাড়া এলাকার সচেতন নাগরিক গন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা শাসক রোহন কুমার ঝা, সার্কেল অফিসার মিনার্ভা দেবী সহ রাজস্ব চক্রের অন্যান্য কর্মীরা।
                   
আজকের এই সভায় মূলত আলোচনা হয় প্রজা স্বত্ব খতিয়ান কে ম্যাদী করন কি ভাবে করা যায়, এবিষয়ে বিস্তারিত তথ্য সভায় তুলে ধরেন কানুনগো নীলকান্ত সিনহা।
                    
আজকের এই সভায় উপস্থিত জেলা শাসক রোহন কুমার ঝা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে যে সকল মানুষ প্রজা হিসেবে বিবেচিত হয়ে আসছেন এবং সরকার কতৃক তাদের কে যে প্রজা স্বত্ব খতিয়ান প্রদান করা হয়েছে তা ম্যাদি পাট্টা হিসেবে চিহ্নিত করতে সরকার এই বসুন্ধরা ২.০ এর মাধ্যমে সুনিশ্চিত করতে চলেছে তাই ভূমি ও রাজস্ব বিভাগের গাইডলাইন অনুযায়ী নু্ন্যতম সরকারি রাশি জমা দিয়ে ভূমির মালিক হতে পরামর্শ দেন। সভায় উপস্থিত কাঠিগড়া রাজস্ব চক্র বিষয়া শ্রীমতী মিনার্ভা দেবী বলেন আজ শুধু রায়তী খতিয়ান ম্যাদি করার জন্য আবেদন পত্র বিতরণ করা হবে এবং এই আবেদন পত্রের সাথে রাজস্ব বিভাগের গাইডলাইন অনুযায়ী বিঘা প্রতি ৩৫০ টাকা করে এককালীন ৫০ বছরের খাজনা পরিশোধ করতে হবে এরপর খতিয়ানে উল্লেখিত জমির পরিমাণ সরজমিনে গিয়ে মাপ ঝোক করবেন পাটোয়ারী এবং কানুনগো গন। জনসাধারণের সুবিধার জন্য আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট এক দিনে আজকের এই  অডিটোরিয়ামে এক শিবির অনুষ্ঠিত করা হবে। এব্যাপারে সাধারণ মানুষ কে আর কাঠিগড়া রাজস্ব চক্র কার্যালয়ে যেতে হবে না।
               
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সচেতনতা সভা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। বিশেষ করে জেলা শাসক রোহন কুমার ঝা র মত বিনিময় আজকের সভায় দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ কে।
Show More

Related Articles

Back to top button