করিমগঞ্জ আজাদ সাগর রোডে অমৃত সরোবরের কাজ সম্পন্ন

করিমগঞ্জ : করিমগঞ্জ আজাদ সাগর রোডের পুরোনো সরকারি পুকুরকে অমৃত সরোবর হিসাবে তৈরির কাজ সম্পন্ন৷ পৌরসভার ৪ নং ওয়ার্ডে Housing & Urban Affairs বিভাগের অধীনে হয় এই অমৃত সরোবর তৈরির কাজ৷ আজাদ সাগর রোডে থাকা পুকুরকে অমৃত সরোবর হিসাবে নতুন করে তৈরি করতে ব্যয় হয়েছে ৪৪ লক্ষ ১০ হাজার টাকা৷ বরাত পেয়ে তরুণ ঠিকাদার বিপ্লব বণিক যেভাবে দ্রুত গতিতে কাজ সেরেছেন তাতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন৷
অদূর ভবিষ্যতে জলের আকাল দেখা দিতে পারে, এমনটা আঁচ করে আগেভাগেই জলের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে৷ কথা ছিল – সরোবরের জল পানের উপযোগী করে বিশুদ্ধ করে রাখা হবে৷ কিন্তু কতটা সম্ভব হবে, সংশয় রয়েছে৷
রাজ্যের ১ম পর্যায়ে কাজ হওয়া ১৫৮টি অমৃত সরোবরের একটি হল শহরের আজাদ সাগর৷ প্রকল্প বাস্তবায়নে পুকুরের জল শুকিয়ে নেওয়া হয়৷ এরপর চারিদিকের পারে ১৪ ফুট এলাকায় সিসি ব্লক বসানো হয়৷ এর উপর দিয়ে অনায়াসে হালকা যানবাহন চলাচল করতে পারে৷ চারিদিকে লোহার রেলিং বসানো হয়েছে৷ মানুষের সুবিধার্থে একটি ঘাটেরও ব্যবস্থা করা হয়েছে৷
ঠিকাদার বিপ্লব বণিক জানান, plan-eatimate অনুযায়ী সরোবরের কাজ করা হয়েছে৷ সরকার প্রদত্ত গাইডলাইন অনুযায়ী কাজ খতিয়ে দেখতে বিভাগীয় ইঞ্জিনিয়ার নিয়মিত আসেন৷
বিপ্লব বণিক জানান, তিনি নিয়ম মেনে কাজ করেছেন৷ তবে পুকুরের মাঝখানে ঘাষ পুরোপুরি না উঠায় তা আবার বাড়তে শুরু করেছে৷ এ নিয়ে এলাকায় কিছুটা অসুন্তুষ্টি রয়েছে৷ অমৃত সরোবরের কাজ শেষ হয়ে যাওয়ায় এলাকা অনেক সুন্দর হয়ে উঠেছে৷