ভাঙ্গার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেশক’টি পরিবার, খোঁজ নিলেন বিধায়ক-পুত্র

বদরপুর : সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ভাঙ্গা, মকইভাঙ্গা, নন্দপুর, লামাজুয়ার, দক্ষিণ মছলি ও কনকলশ বাশাইল এলাকায়৷ ওইদিন রাত ১০:৩০টা নাগাদ ওইসব এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে৷ অনেক কাঁচা ঘরের চাল উড়ে গেছে৷ ভেঙে পড়েছে গাছপালা৷ বিশেষ করে প্রত্যেক বাড়িতে অসংখ্য সুপারির গাছ ভেঙে পড়েছে৷ ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ির৷ ছিঁড়েছে বৈদ্যুতিক তারও৷ ফরে অন্ধকারে কিছু কিছু এলাকা৷ বিদ্যুৎ বিভাগের কর্মীরা মঙ্গলবার সকাল থেকে লাইন মেরামতের কাছ চালিয়ে গেলেও অনেক জায়গায় এখনও বিদ্যুৎ পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি৷
এদিকে, আজ কনকলস বাশাইল জিপিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের ছেলে জাবেদ জামান রাজা৷ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেন৷ সরকারি সাহায্য পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন জাবেদ জামান রাজা৷