ভোটের আগে ভারতের এই রাজ্যে ৪০ লক্ষ মোবাইলফোন দেয়া হবে বিনামূল্যে!

সংবাদ সংস্থা, নয়াদিল্লি : এবার মোবাইল। যুগে যুগে অফারের ধরন পাল্টায়, এটাই নিয়ম।
ভারতের এই রাজ্যে এবার প্রায় ৪০ লাখ মোবাইল দেয়া হবে বিনামূল্যে।
এবছরই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে আগেই দানের হাত লম্বা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। তাঁর ঘোষণা, আগস্ট মাসে রাখি উত্সবের সময় ৪০ লক্ষ মহিলাকে স্মার্টফোন দেবে তাঁর সরকার।
শুধু কী মোবাইল ? তিন বছরের বিনামূল্যের ইন্টারনেটও দেয়া হবে!
ভোটের আগে অবশ্য এমন জনদরদী প্রকল্প বেশ দেখা যায়। রাজস্থান (Rajasthan) সরকারের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ‘চিরঞ্জীবী’ প্রকল্পের অধীনে নথিবদ্ধ করা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার ৯৫১টি পরিবারকে।
এই পরিবারগুলির জন্য বছরে সর্বাধিক ২৫ লক্ষ টাকার চিকিত্সার ব্যয়ভার বহন করবে অশোক গেহলট প্রশাসন। আর এই সব পরিবারের মহিলাদের পরিবারের প্রধান ধরা হয়েছে।
সেই মহিলাদেরই অর্থাত্ মোট ১.৩৫ কোটিরও বেশি জন স্মার্টফোন পাবেন। তবে আপাতত হিসেবে বর্তমানে ৪০ লক্ষ মহিলা পাবেন ।