AssamEntertainment

পরিবারসহ সবাইকে দ্য কেরল স্টোরি দেখার আহ্বান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

সংবাদ সংস্থা, গুয়াহাটি: ‘দ্য কেরালা স্টোরি’ দেখে অধিকাংশ জনগণ বলছেন যে এখানে বিতর্ক হওয়ার কোনো কারণ দেখছি না। বিতর্ক সামান্য থাকবে, তাই বলে ছবি নিষিদ্ধ করার কোনো মানে নেই। তাঁরা বলছেন, যা কিছু নিষিদ্ধ তার উপর মানুষের ঝোঁক বেশি। সেভাবে কেরালা স্টোরিও হবে।

এবার বাড়ির সবাই মিলে এই সিনেমা দেখার আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

দ্যা কেরালা স্টোরি দেখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার অসমের গুয়াহাটিতে এই সিনেমা দেখতে যান অসমের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এই সিনেমা দেখতে গিয়েছেন অসমের মন্ত্রী এবং তাঁর দলের নেতারা।

‘দ্য কেরালা স্টোরি’ দেখে আসার পর অসমের মুখ্যমন্ত্রী বলেন, “এই সিনেমাতে একেবারে বাস্তব চিত্র দেখানো হয়েছে। এই সিনেমা ধর্মবিরোধী নয়। ধর্মের কোন ব্যাপার নেই এই সিনেমাতে। এই সিনেমা মুসলিমবিরোধীও নয়। কী করে একটি সাধারণ পরিবারের নিষ্পাপ মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে জঙ্গিরা, কী করে ‘ব্রেনওয়াশ’ করা হচ্ছে তাই তুলে ধরা হয়েছে। কেন এই সিনেমা নিয়ে এত রাজনীতি করা হচ্ছে তা আমি জানিনা। আমার মতে, বাড়ির সবাই মিলেই এই সিনেমা দেখা উচিত।”

Show More

Related Articles

Back to top button