Barak Valley
বদরপুর রেলস্টেশনে প্রায় পাঁচ লক্ষ টাকার গাঁজা সহ ধৃত দুই মহিলা

বদরপুর, ১১ মে : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত বদরপুর রেলওয়ে স্টেশনে গাঁজা সহ দুই মহিলাকে গ্রেফতার করেছে রেলপুলিশ।
আজ বৃহস্পতিবার শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তালাশি চালিয়ে রেল পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার করেছে ১০ কেজি গাঁজা ।
গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মনা দেবী ও সোনা দেবী (নাম পরিবর্তিত) নামের দুই মহিলাকে। ধৃত দুই মহিলা বিহারের বাসিন্দা বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। বাজেয়াপ্তকৃত গাঁজার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে।